Jokes, Humor, Fun

রম্য সাক্ষাৎকার

(জাফর ইকবাল স্যারের ইন্টারভিউ) <p>আপনার নিজের নামটা কি আপনার পছন্দ? আপনাকে নিজের নাম নিজে রাখতে দেওয়া হলে কী রাখতেন? আর সেই নামের সঙ্গে মিলিয়ে অন্য দুই ভাইয়ের নাম রাখুন। </p> <p>এখন আপনার বড় ভাইয়ের নাম হুমায়ূন আহমেদ। আপনাদের দুই ভাইয়ের নামের সঙ্গে তাঁর নামের মিল নেই। মিল দিয়ে দুটো নাম রাখুন তো, আপনার আর আহসান হাবীব ভাইয়ের। </p>
নতুন বিবাহিত জুটি বনাম পুরাতন বিবাহিত জুটিন মধ্যে এক সরস গোলটেবিল বৈঠক। দেখুন ছবিতে।