Jokes, Humor, Fun

বন্ধু

(Page 1 of 2)   
« Prev
  
1
  2  Next »

নকল

স্কুল পড়ুয়া দুই বন্ধুর পরীক্ষার শেষে স্কুল মাঠে দেখা-

১ম বন্ধুঃ কী রে দোস্ত, পরীক্ষা কেমন হলো ?

২য় বন্ধুঃ পরীক্ষা ভাল হয়নি রে দোস্ত ! তবে ৫ নম্বর নিশ্চিত পাবো ।

১ম বন্ধুঃ কীভাবে ?

২য় বন্ধুঃ পরিস্কার পরিচ্ছন্নতার জন্য ছিল ৫ নম্বর ! তাই আমি পরীক্ষার খাতায় কলমের একটা আচড়ও দেইনি ! তাই ৫ নম্বর নিশ্চিত পাবো ।

১ম বন্ধু :- হায়! সর্বনাশ হয়েছে- আমি ও তো তোর মতো পরীক্ষার খাতায় কলমের একটা আচড়ও দেইনি !

আমাদের দুই জনের খাতাই একই রকম দেখলে- টিচার মনে করবে না যে আমরা দুজনে নকল করেছি!

পুরানো কথা

১ম বন্ধু :- জানিস্, একবার আমি আমাদের টিনের চালে উঠে আম পাড়তে গিয়ে টিনের চাল থেকে পড়ে গিয়েছিলাম,
২য় বন্ধু :- টিনের চাল থেকে পড়ে গিয়ে মরে যাস্ নি ?
১ম বন্ধু :- অনেক আগের কথা, আমার এখন মনে নাই দোস্ত!!

খুব দুই বন্ধু সুন্দর বনে বেড়াতে গেল। হঠাৎ একটা বাঘ তাদের সামনে এসে হাজির!

১ম বন্ধু বাঘের চোখে একটা ঢিল মেরে দিল একটা দৌড় এবং  ২য় বন্ধুকে বলল, দোস্ত, দৌড়ে পালা ....

২য় বন্ধুঃ আমি পালাবো কেন ? আমি কি বাঘের চোখে ঢিল মেরেছি নাকি? তুই বাঘের চোখে ঢিল মেরেছিস্ , তুই- ই দৌড়ে পালা !!

বাঘ শিকার!

খুব সাহসী দুই বন্ধু সুন্দর বনে গেল বাঘ শিকার করতে। অনেক খোজ-খুজি করে তারা বনের ভিতর বাঘের পায়ের ছাপ দেখতে পেল ।

এক বন্ধু অন্য বন্ধুকে বলল, তুই এই পায়ের ছাপ ধরে সামনের দিকে গিয়ে দেখ- বাঘটা কোথয় গেল, আর আমি উল্টো দিকে গিয়ে দেখি বাঘটা কোথা থেকে এল !!

ব্রীজ

গ্রাম থেকে আসা এক লোক ঢাকার মহাখালী ফ্লাই ওভার দেখে তার এক বন্ধুকে বলল, আচ্ছা, সরকারের কী মাথা খারাপ হয়ে গেল ?
বন্ধুঃ কেন সরকারের মাথা খারাপ হতে যাবে ?
ভদ্রলোকঃ আমাদের কুড়ি গ্রামে অনেক খাল / নদী আছে এবং আমরা অনেক কস্ট করে ঐ সব খাল / নদী পারাপার হই, অথচ, সরকার ঐখানে ব্রীজ না করে এখানে শু্কনো রাস্তার উপর ব্রীজ দিয়ে রাখলো!

সাহসী

১ম বন্ধু:- জানিস ! আমাদের ৩ ভাইয়রে মধ্যে ১ ভাই খুব সাহসী, একবার ঐ ভাই একাই একটা বাঘের সংগে লড়াই করছেলি।
২য় বন্ধু:- তারপর কি হলো?
১ম বন্ধু:-তারপর থেকে আমরা ২ ভাই !!

ট্রেন মিস

প্রথম বন্ধুঃ ট্রেন মিস করা আমার অভ্যাসে দাড়িয়েছে। বলতে পারিস কীভাবে ট্রেন মিস না করে ধরতে পারা যায়।
দ্বিতীয় বন্ধুঃ আরে খুবই সহজ। সব সময় আগের ট্রেনটা মিস করবি। তাহলে কখনো পরেরটা মিস হবে না।

বক্সিং রিং

১ম বন্ধুঃ বলতো রনি বক্সিং রিং এর চারপাশে দড়ি দিয়ে ঘেরা থাকে কেন?
২য় বন্ধুঃ একজন আরেকজনকে ঘুষি মেরে প্রতিশোধ নেয়ার আগে যাতে পালিয়ে যেতে না পারে সেজন্য।

অভাব

১ম বন্ধুঃ আচ্ছা তোকে যদি জ্ঞান আর টাকা এ দুটোর মধ্যে একটা নিতে বলি তাহলে তুই কোনটা নিবি?
২য় বন্ধুঃ আমি টাকাটাই নেব।
১ম বন্ধুঃ আমি হলে কি জ্ঞানই নিতাম।
২য় বন্ধুঃ যার যেটা অভাব সে তো সেটাই নেবে।

সারপ্রাইজ

এক বন্ধু, তার বান্ধবীর জন্মদিনের উপহার হিসেবে দশ হাজার টাকার একটি চেক দেবে। অন্য বন্ধু দেখল, চেকের নিচে বন্ধুর কোন স্বাক্ষর নেই!
আবুলঃ কী ব্যাপার, দশ হাজার টাকার চেক দিচ্ছিস্‌, অথচ চেকের নিচে কোন স্বাক্ষর নেই কেন?
কাবুলঃ আরে, বুঝলি নাঃ ওকে সারপ্রাইজ দেব বলে স্বাক্ষর করিনি! স্বাক্ষর করলে তো আমাকে চিনেই ফেলবে! আমি এতই বোকা?
(Page 1 of 2)   
« Prev
  
1
  2  Next »